বাংলা৭১নিউজ, ডেস্ক: ইউরো কাপকে সামনে রেখে প্রীতি ম্যাচে এসতোনিয়াকে ফুটবল শেখাল পর্তুগাল। বৃহস্পতিবার লিসবোয়াতে ক্রিস্টিয়ানো রোনালদো এবং রিকার্ডো কুয়ারেসমারের জোড়া গোলে ৭-০ গোলের বিশাল জয় পায় পর্তুগীজরা।
এদিন ৩৬ থেকে ৪৫ এ নয় মিনিটের মধ্যে এসতোনিয়ার রক্ষণভাগকে ভেঙ্গে খানখান করে দেন রোনালদো ও কুয়ারেসমারে। এই দুই মানিকজোড়ের গোলে ৩-০’তে লিড নেয় পর্তুগাল। প্রথম গোলটি আসে ‘সি আর সেভেনের’ পা থেকে। ৩৯ মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার কুয়ারেসমারে।
৪৫ মিনিটে তৃতীয়বারের মতো লিসেবোয়ার দর্শককে উল্লাসে ভাসান পর্তুগাল সুপারস্টার রোনালদো। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সেলেকাও দাস কুইনাসরা। বিরতির পর এসতোনিয়াকে আরো বেশি চেপে ধরেন রোনালদোরা।
৫৫ মিনিটে মিডফিল্ডার ড্যানিলোর গোলে ব্যবধান ৪-০ করেন ফার্নান্দো সান্তোসের ছাত্ররা। ৬১ মিনিটে এসতোনিয়ার কফিনে আগুন ধরিয়ে দেন কেরোল মেটস। আত্মঘাতী গোলে পর্তুগালকে গোল পাইয়ে দেন এই এসতোনিয়া ডিফেন্ডার।
কিন্তু খেলা শেষ হওয়ার ঠিক অন্তিম মুহূর্তে এডারের গোলে জয়োল্লাসে মেতে ওঠেন পর্তুগীজরা। অপরদিকে লিসবোয়ার প্রায় ৫৩ হাজার দর্শকের সামনে মাথা নিচু করেই মাঠ ছাড়তে হয় এসতোনিয়াকে।
বাংলা৭১নিউজ/সিএইস