বাংলা৭১নিউজ, ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সময় চার ঘণ্টা থেকে সাড়ে তিন ঘণ্টা করার প্রতিবাদে মানববন্ধন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা কলেজের স্নাতকের শিক্ষার্থী মো. শাহ আলম, সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থী মিজানুর রহমান, আতিক ইসলাম, বদরুন নেছা মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার, কেয়া মজুমদার প্রমুখ।
শিক্ষার্থীরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৮০ মার্কের স্নাতক পরীক্ষা চার ঘণ্টায় অনুষ্ঠিত হতো। কিন্তু সরকার হঠাৎ করে সময় কমিয়ে সাড়ে তিন ঘণ্টায় করেছে। পরীক্ষার যথাযথ প্রস্তুতি থাকলেও কম সময়ের কারণে ভাল ফলাফল করা সম্ভব নয়।
তারা আরো বলেন, আগে চার ঘণ্টায় পরীক্ষা অনুষ্ঠিত হতো। ওই সময়ে শিক্ষার্থীরা সকল প্রশ্নের উত্তর লিখতে পারতেন না। এখন যদি পরীক্ষার সময় সাড়ে তিন ঘণ্টা বাস্তবায়ন হয় তাহলে শিক্ষার্থীরা বিপাকে পড়বেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সময় সাড়ে তিন ঘণ্টা বাতিল করা না হলে আগামী ১৪ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোরাও কর্মসূচি ঘোষণা করা হবে বলে মানববন্ধন থেকে জানানো হয়।
বাংলা৭১নিউজ/সিএইস