বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: পরীক্ষা শেষ হবার ৫ মিনিট আগে খাতা কেড়ে নেয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের একটি কক্ষে ভাঙ্গচুর চালিয়েছে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১টার দিকে।
পরীক্ষার্থীদের অভিযোগ, বৃহস্পতিবার এইচএসসি’র বাণিজ্য বিভাগের ফিনান্স প্রথম পত্র পরীক্ষা ছিল। কিন্তু পরীক্ষা শেষ হবার ৫মনিটি আগে নবাবগঞ্জ সরকারি মহিলা কালেজের ৩০৩ নম্বর কক্ষে এক শিক্ষিকা নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের খাতা কেড়ে নেয় । পরে ওই কক্ষে থাকা ছেলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে কক্ষের কয়েকটি বেঞ্চ ভাঙ্গচুর করে এবং বাইরে এসে মূল গেটসহ ৩ তলার জানালায় ইঁপাটকেল নিক্ষেপ করে। এসময় অভিভাবকসহ ছাত্রীরা দিক-বিদিক ছুটোছুটি শুরু করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মো.নজরুল ইসলাম জানান,কিছু ছাত্র কলেজে হামলা চালিয়েছে।এতে কিছু আসবাব পত্র সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস