বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি ভাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে পরিবার কল্যান সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকদের শিক্ষাগত যোগ্যতা উন্নীতকরন সহকারে নিয়োগবিধি ও ৬ দফা দাবী দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে তাদের এক মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।
সোমবার সকালে ভাঙ্গা উপজেলা হাসপাতাল সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের সামনে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহনকারীরা অভিলম্বে পরিবার কল্যানসহকারী ও পরিদর্শকদের শিক্ষাগতযোগ্যতা উন্নীতকরনসহ নিয়োগবিধি দ্রুতবাস্তবায়নের মাধ্যমে চাকুরী বৈষম্য দুরীকরনের দাবী জানান।
উপজেলা শাখার সভাপতি আ: রহমানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন শাখার সাধারন সম্পাদক ফজলুল হক,জেলা সিনিয়র সহসভাপতি ফরিদা খন্দকার,সহসাংগঠনিক সম্পাদক জহুরুল হক,সমিতির মাঠকর্মী জাহাঙ্গীর মৃধা,কাজী শিহাব, কামরুজ্জামান মিয়া, খুরশিদা বেগম, শাহিদা আক্তার, মাকসুদা খাতুন প্রমুখ।মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস