বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানীর মহাখালীতে পরিবার পরিকল্পনা অধিদফতরের কেন্দ্রীয় গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট দীর্ঘ তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতর কন্ট্রোল রুমের পরিদর্শক মো. মাহমুদুর রহমান জানান, শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে মহাখালীতে অবস্থিত পরিবার পরিকল্পনা অধিদফতরের কেন্দ্রীয় গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে প্রথমে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ও পরে আরও ৫টি ইউনিটসহ মোট ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালানোর পর রাত সাড়ে তিন দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
জানা গেছে, গুদামটিতে পরিবার পরিকল্পনার সামগ্রী মজুত রাখা হয়। তবে গুদামটিতে কী পরিমাণ পণ্য মজুত রয়েছে -তা জানা যায়নি। এছাড়া গুদামের ভেতরে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বাংলা৭১নিউজ/সিএইস