কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে বড় ব্যবধানে পরাজয়ের পথে মহাজোটের হেভিওয়েট প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু। বেসরকারিভাবে ভেড়ামারা উপজেলার ১৬১টি কেন্দ্রের মধ্যে ৫০টি এবং মিরপুর উপজেলার ১১১টির মধ্যে ৭৬টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ি ইনু তার নিজের উপজেলা ভেড়ামারার ৫০টি কেন্দ্রে নৌকা প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৭৬৫ ভোট। আর কামারুল আরেফিন ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৪২ হাজার ৫৫৯ ভোট। ভেড়ামারা উপজেলায় ৬ হাজার ৭৯৪ ভোটে পরাজিত হয়েছেন ইনু।
অন্যদিকে মিরপুর উপজেলায় ১১১টি কেন্দ্রে হাসানুল হক ইনু পেয়েছেন ৩৮ হাজার ৭১৩ ভোট। স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৫১ হাজার ৯৪৩ ভোট। প্রাপ্ত ফলাফল অনুযায়ি ২০ হাজার ২৪ ভোটে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন।
এ তথ্য অনুসারে দ্বাদশ জাতীয় নির্বাচনে নির্বাচিত হওয়ার পথে রয়েছেন স্থানীয় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন।
বাংলা৭১নিউজ/এবি