বাংলা৭১নিউজ, ডেস্ক: মাশরাফি বিন মুর্তজা টি২০ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। শ্রীলংকার বিপক্ষে চলতি সিরিজ দিয়েই আন্তর্জাতিক টি২০ ক্যারিয়ারের ইতি টানবেন মাশরাফি।
এদিকে মাশরাফি টি২০ ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেয়ায় নতুন অধিনায়ক নিয়ে ভাবতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবিকে।
এ তালিকায় সবার আগে রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম।
ওয়ানডে ও টি২০ ক্রিকেটে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলের সহ-অধিনায়ক সাকিব। স্বাভাবিকভাবেই মাশরাফি না থাকলে তার নামই আগে আসবে।
অবশ্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও সেদিকেই ইঙ্গিত দিলেন।
বিসিবি সভাপতির প্রথম পছন্দের তালিকায় রয়েছেন সাকিব আল হাসান।
পাপন জানান, পরবর্তী টি২০ অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানকে তার পছন্দ।
অবশ্য আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত টাইগার ভক্তদের অপেক্ষা করতে হবে।
বাংলা৭১নিউজ/এন