বাংলা৭১নিউজ,(পিরোজপুর)প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে ইউপি সদস্য জয়নাল মল্লিককে (৬০) এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সেউতিবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত জয়নাল মল্লিক উপজেলার পত্তাশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। ওই গ্রামের এক গৃহবধূর সাথে পরকীয়ার জেরে এ ঘটনা ঘটে বলে স্থানীয় অনেকে জানান। ঘটনার পর এলাকাবাসী জয়নাল মল্লিককে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে রাত ১১টার দিকে ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সেউতিবাড়িয়া গ্রামের কাজল বেগম ও তার স্বামী আকব্বর ওরফে খোকা সিকদারকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী জানান, ইউপি সদস্য জয়নাল মল্লিকের সাথে স্থানীয় কাজল বেগম নামে এক নারীর পরকীয়ার সম্পর্ক চলছে দীর্ঘদিন ধরে। তাদের দুজনার কথোপকথনের একাধিক অডিও রেকর্ডও ভাইরাল হয়েছে। শনিবার রাতে কাজল বেগমের সাথে দেখা করতে তার বাড়িতে গেলে জয়নালকে হাতেনাতে ধরে ফেলে খোকা সিকদার। আর এই পরকীয়ার ঘটনা নিয়েই এ হামলার ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।
আহত জয়নাল মল্লিকের ভাই আব্দুস সালাম বলেন, কোনো পরকীয়ার সম্পর্ক নয়। শত্রুতাবশত পরিকল্পিতভাবে আমার ভাইকে ডেকে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে খোকা সিকদার ও তার লোকজন।
ওসি মো. হাবিবুর রহমান জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ইউপি সদস্য জয়নাল মল্লিককে পিটিয়ে আহত করার ঘটনা ঘটে। স্বজনরা তাকে আহত অবস্থায় পিরোজপুর সদর হাসপতালে ভর্তি করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
বাংলা৭১নিউজ/এফএ