বাংলা৭১নিউজ, ষ্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে:
স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রী কঙ্কা বতী (৩৮) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী বিজন মন্ডল। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামী বিজন মন্ডলকে গ্রেফতার করেছে। গত রোববার ভোরে আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটে। কঙ্কা বর্তী গোয়ালডাঙ্গা গ্রামের বিজন মন্ডলের স্ত্রী ও ফকরাবাদ গ্রামের অনিল মন্ডলের মেয়ে।
স্থানীয়রা জানান, দুই সন্তানের জননী কঙ্কা বর্তীর সাথে বিজনের প্রায় ২২ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর তাদের দুটি সন্তান রয়েছে। এর মধ্যে স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়ে। এ নিয়ে স্বামীর সাথে স্ত্রীর প্রায় ঝগড়া বিপদ লেগে থাকত। রোববার রাতে স্বামী স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে স্বামী বিজন মন্ডল স্ত্রীকে পিটিয়ে মেরে ফেলে। পরে স্ত্রীর লাশ বাড়ির পাশে একটি গাছে ঝুলিয়ে দেয় স্বামী।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন জানান, এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে। ঘাতক স্বামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে। পুলিশ মরাদেহ উদ্ধার করে ময়না তদন্তের সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
বাংলা৭১নিউজ/জেএস