ইসলাম গ্রহণের কথা জানানোর পর এবার মক্কার পবিত্র কাবাঘরের পাশে তোলা ছবি প্রকাশ করেছেন ফ্রান্সের টিভি তারকা ও মডেল মারিন আল-হাইমার। শনিবার (৫ নভেম্বর) ইনস্টাগ্রামের পোস্টে ছবিগুলো শেয়ার দিয়ে ইসলাম গ্রহণের সময়কে তার জীবনের সবচেয়ে সুখকর দিন বলে জানান তিনি।
মারিন আল-হাইমার লেখেন, ‘এই মুহূর্তে যে নির্মল আনন্দ ও গভীর আবেগ আমার মধ্যে বিরাজ করছে, তা প্রকাশের শক্তিশালী শব্দ আমার কাছে নেই। আমি আশা করি, আধ্যাত্মিক যাত্রা আমার উন্নতি ঘটাবে এবং পথ দেখাবে ইনশাআল্লাহ।
এর আগে গত ৩ নভেম্বর ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে মারিন আল-হাইমারকে ফ্রান্সের একটি মসজিদে কালেমা শাহাদাহ পড়ে ইসলাম গ্রহণ করতে দেখা গেছে। এরপর তিনি লেখেন, ‘আপনাকে একাই চলতে হবে। বন্ধু নেই, পরিবার নেই, সঙ্গীও নেই। শুধু আপনি এবং আল্লাহ থাকবেন। আপনাদের অনেকে হয়তো বিষয়টি জানেন। অনেকে প্রশ্ন করেন। তবে এর আগে আনুষ্ঠানিকভাবে কখনো ঘোষণা করিনি যে আমি কয়েক মাস আগে ইসলাম গ্রহণ করেছি। ’
মারেন আল-হাইমার ১৯৯৩ সালে ফ্রান্সের দক্ষিণাঞ্চল বরডেক্সে জন্মগ্রহণ করেন। মরক্কো ও মিসরীয় বংশোদ্ভূত এ নারীর উসান আল-হাইমার নামে আরেক যমজ বোন রয়েছে। ‘প্রিন্সেস অব লাভ’ এবং ‘মার্সেলিওনেস ইন দুবাই’ নামের টিভি রিয়ালিটি শোর মাধ্যমে ব্যাপক খ্যাতি লাভ করেন এ তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনস্টাগ্রাম, ফেসবুক ও টিকটকে তাঁর লাখ লাখ ফলোয়ার রয়েছে।
সূত্র : আনাদোলু এজেন্সি
বাংলা৭১নিউজ/এসএইচ