বাংলা৭১নিউজ, ঢাকা: মক্কা ও মদিনার দুই মসজিদ রক্ষায় প্রয়োজনে সৌদি আরবে সেনা পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ জাতীয় সংসদে মন্ত্রিসভার বৈঠকে এ কথা জানান প্রধানমন্ত্রী।
সম্প্রতি সংবাদ সম্মেলনেও প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, সৌদি আরবে পবিত্র মসজিদে হারাম ও মসজিদে নববি রক্ষায় প্রয়োজনে বাংলাদেশ যেকোনো সহযোগিতা করতে প্রস্তুত। এর আগে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীও ইঙ্গিত দিয়েছিলেন প্রয়োজনে সৌদি আরবে সেনা পাঠাবে বাংলাদেশ।
প্রসঙ্গত, সৌদি আরব গত বছরের ১৪ ডিসেম্বর ঘোষণা করে তারা ৩৪টি মুসলিম দেশ নিয়ে একটি সন্ত্রাসবিরোধী সামরিক জোট গঠন করেছে। এই জোটে বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, মিসরসহ সুন্নিপ্রধান দেশগুলো যোগ দিয়েছে। তবে ইরান, ইরাক ও সিরিয়াসহ কয়েকটি মুসলিম দেশ এতে যোগ দেয়নি।
সৌদি আরব সন্ত্রাসবিরোধী এই জোট গঠনের ঘোষণা দেয়ার পরপরই বাংলাদেশ রিয়াদে সন্ত্রাসবিরোধী কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার সিদ্ধান্ত জানিয়ে এই জোটে যোগদানের কথা ঘোষণা করে। এই জোটে অংশগ্রহণের মধ্য দিয়ে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হয়।
বাংলা৭১নিউজ/সিএইস