তৃতীয় ধাপে আগামী ২৯ মের উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহীর দুই উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। সোমবার (১৩ মে) সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রিটার্নিং কর্মকর্তা সরকার অসীম কুমার মোট ৩৩ প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ করেন।
রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী ১১ জন, ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৯ জন। পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ৬ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ ছাড়া মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ৫ জন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৫ জনের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে ওয়াজেদ আলী খাঁন পেয়েছেন মোটরসাইকেল প্রতীক। এছাড়া ফারুক হোসেন ডাবলু পেয়েছেন আনারস, এমদাদুল হক এমদাদ পেয়েছেন ঘোড়া, সাইফুল বারী ভুলু পেয়েছেন কাপ-পিরিচ, আব্দুর রশিদ পেয়েছেন দোয়াত-কলম ও ডেভিড রিচার্ড মুর্মু পেয়েছেন হেলিকপ্টার প্রতীক।
মোহনপুরের চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে এনামুল হক পেয়েছেন ঘোড়া, আল-মোমিন শাহ গাবরু পেয়েছেন কাপ-পিরিচ, আলমগীর মূর্শেদ রঞ্জু পেয়েছেন মোটরসাইকেল, মেহেবুব হাসান রাসেল পেয়েছেন দোয়াত-কলম, আফজাল হোসেন বকুল পেয়েছেন আনারস প্রতীক।
ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ২৯ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হবে। প্রতীক বরাদ্দের সময় রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের আচরণবিধি মেনে প্রচারণা চালানোর আহ্বান জানান।
বাংলা৭১নিউজ/এসএইচ