শরীয়তপুরের পদ্মা সেতুর সংযোগ সড়কে বসুমতি ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের উপরে উঠে যাওয়ায় একজন নিহত হয়েছেন। রোববার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জাজিরা উপজেলার গোল চত্বর জমাদ্দার মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত লাক্কু মাদবর (৩২) পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। এছাড়াও এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন। আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় জানা যায়নি।
নিয়ন্ত্রণ হারানো বাসটি ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। জাজিরা ফায়ার সার্ভিসের শেখ আবুল হাসেমের নেতৃত্বে উদ্ধার কাজ পরিচালনা করা হয়।
জাজিরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান সোহেল জানান, এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আর ছয়জন আহতসহ সবাইকে প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা সহায়তা ঘোষণা করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ