পদ্মা ব্যাংক লিমিটেড মতিঝিল শাখায় অটোমেটেড চালান (এ-চালান) সিস্টেম সার্ভিস আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। গ্রাহকদের আগ্রহী করতেই ব্যতিক্রমী এই আয়োজন করে চতুর্থ প্রজন্মের ব্যাংকটি।
এ-চালান সার্ভিসের আওতায় পাসোপোর্ট ফি, কম্পানি আয়কর, ব্যক্তি আয়কর, আমদানি পণ্যের মূসক, কাস্টমস শুল্ক, ভূমি উন্নয়ন কর, দেশজ পণ্য ও সেবার মূসক, আবগারি শুল্ক-সহ সকল প্রকার সরকারি সেবার ফি জমা দিতে পারবেন কোনোরকম ঝামেলা ছাড়াই। পদ্মা ব্যাংকের যেকোনো শাখায় নগদে বা চেকের মাধ্যমে এ-চালানের অর্থ জমা দেওয়া যাবে।
বৃহষ্পতিবার (৩০ ডিসেম্বর, ২০২১) মতিঝিল শাখায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অটোমেটেড চালান সিস্টেম (এসিএস) আনুষ্ঠানিক উদ্বোধন করেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু।
এ সময় আরো উপস্থিত ছিলেন ভিপি ও ডেপুটি হেড অব আইসিটি মো. মোশাররফ হোসেন খান, ভিপি ও মতিঝিল শাখা প্রধান মোহাম্মদ হাসমত উল্লাহ-সহ ব্যাংকের অন্যান্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।
সরকারি সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংক ও আইসিবির মূল মালিকানায় পরিচালিত চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক লিমিটেড দেশজুড়ে ৫৮টি শাখার মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা দিয়ে আসছে।
বাংলা৭১নিউজ/এসএইচ