মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বেশ গভীর জেলখানায় হত্যা: শেখ হাসিনা-জেল সুপারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল কর্ণফুলীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবার সিলেট সীমান্তে সাড়ে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ দেশের স্বাধীনতা, দেশের স্বার্থ কারো কাছে বিক্রি করবো না: জামায়াত আমির ডিএমপিতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৫২৯ মামলা রোহিঙ্গা ক্যাম্পে আগুনে কয়েকশ’ ঘর ভস্মীভূত, নিহত ২ গ্রিনল্যান্ড কিনতে চান ট্রাম্প, ক্ষেপল ডেনমার্ক! নারায়ণগঞ্জে নসিমনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত দুদকের মামলায় গ্রেফতার সাবেক সচিব ইসমাইল গোপালগঞ্জ পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া করে ইতিহাস গড়ল বাংলার মেয়েরা বাংলাদেশ-চীন সম্পর্কের স্থিতিশীল ধারা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরেই জাতীয় নির্বাচন সাবেক এমপি সাইফুল ইসলামকে গ্রেফতারের নির্দেশ বড়দিনের নিরাপত্তার দায়িত্বে সোয়াট-স্পেশালাইজড ইউনিট ঢাকায় বিয়ের দাওয়াতে এসে নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা আটক

পদ্মার বুকে পানি নেই, বোরো চাষ ব্যাহতের শঙ্কা

রাজশাহী প্রতিনিধি:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৮ বার পড়া হয়েছে

পানির অভাবে রাজশাহীতে বোরো ধানে সেচ দিতে পারছেন না কৃষকরা। এতে ধান উৎপাদন ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা। পদ্মার বুকে পানি শুকিয়ে যাওয়ার পাশাপাশি চর জেগে উঠায় এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে।  

এ অবস্থায় সেচ কম লাগে এমন উচ্চ ফলনশীল (উফশী) জাতের বোরো ধানের চারা রোপণের জন্য কৃষকদের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, রাজশাহীর ৯টি উপজেলার মধ্যে বাঘা, চারঘাট, পবা ও গোদাগাড়ী পদ্মা নদীসংলগ্ন। চার উপজেলায় শত শত একর আবাদি জমির পাশাপাশি রয়েছে চরাঞ্চল। সেই চর ও নদীসংলগ্ন আবাদি জমিতে কৃষকরা ব্যস্ত সেচ-নির্ভর বোরো ধান রোপণে।

কিন্তু এখন পদ্মার পানি কমায় জমিতে সেচের পানি দিতে পারছেন না কৃষকরা। এতে বোরো ধান উৎপাদনে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা তাদের। তাই বাধ্য হয়ে কেউ কেউ পাম্প বসিয়ে সেচ কাজ চালাচ্ছেন।

বাকি ৫ উপজেলার অধিকাংশ কৃষক বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ডিপ টিউবওয়েলের ওপর নির্ভরশীল। কিন্তু সিরিয়াল অনুযায়ী সেচের পানি না পাওয়া, অনেক ডিপ টিউবওয়েল মাসের পর মাস নষ্ট হয়ে থাকার পাশাপাশি লোডশেডিংয়ের কারণে সেচের পানির সংকট দেখা দিয়েছে বলে জানান কৃষকরা।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক ড. মো. মোতালেব হোসেন বলেন, কৃষকদের উফশী জাতের চারা রোপণের পরামর্শ দেয়া হচ্ছে; এতে তাদের ক্ষতি পুষিয়ে যাবে।

জেলায় ৬৫ হাজার ৩০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এখান থেকে ২ লাখ ৮৮ হাজার মেট্রিকটন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।

উল্লেখ্য, গত বছর জমিতে সেচের পানি না পেয়ে গোদাগাড়ী উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই কৃষক আত্মহত্যা করেন। এ ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট ডিপ টিউবওয়েল অপারেটরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com