পদ্মা নদীর ওপর দিয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রামপাল ও পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। নদীটির ওপর নির্মিত সাতটি বৈদ্যুতিক টাওয়ারের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর আনুসাঙ্গিক কাজ শেষে আজ বৃহস্পতিবার থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হচ্ছে। ফলে দেশের বিদ্যুৎ সেক্টরে রচিত হচ্ছে যুগান্তকারী এক অধ্যায়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, রামপাল ও পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে সরকার পদ্মা নদীর ওপর বৈদ্যুতিক টাওয়ার নির্মাণের একটি প্রকল্প হাতে নেয়।
পদ্মা সেতুর সঙ্গেই এ প্রকল্প হাতে নেওয়া হয়। সেতুর ঠিকাদরি প্রতিষ্ঠান নদীর ওপর ৭টি টাওারের প্ল্যাটফর্ম তৈরি করে তা জাতীয় বিদ্যুৎ সঞ্চালন কর্তৃপক্ষ পাওয়ার গ্রিড কম্পানিকে বুঝিয়ে দেয়। পাওয়ায় গ্রিড কম্পানি এ প্ল্যাটফর্মের ওপর টাওয়ার নির্মাণ করে বৈদ্যুতিক তার যুক্ত করে ৪০০ কেভি সঞ্চালন লাইন সম্পন্ন করে। আজ পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।
পাওয়ার গ্রিড কম্পানি অব বাংলাদেশের প্রধান প্রকৌশলী (পিজিসিবি) মোরশেদ আলম খান বলেন, সব কিছু মিলিয়ে বলা যায় আজই এই সঞ্চালন লাইনের কাজ শেষে হয়েছে। তাই আজ থেকেই পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন লাইল চালু করা হচ্ছে।
বাংলা৭১নিউজ/এসএইচ