রাশিদ পলাশের চলচ্চিত্র ‘পদ্মাপুরান’-এর টিজার প্রকাশ হলো শনিবার ১৮ অক্টোবর রাত ৮টায়।
সিনেমাটির অফিসিয়াল ফেসবুক পেজে ৩৪ সেকেন্ডের এই টিজারটি প্রকাশ করে বলা হয়, ‘এসে গেল ‘এক ঝলক পদ্মাপুরান’ দেখুন। আপনার মূল্যবান মতামত জানান।
সিদ্ধান্ত নিন দেশের সিনেমা দেখার।’
আসছে ৮ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছি চলচ্চিত্রটি। বর্তমানে ছবির নির্মাতা ও কলাকুশলীরা ব্যস্ত আছেন ছবির প্রচারণার কাজে। রাশিদ পলাশ বলেন, ‘আমরা নদী পাড়ের মানুষের জীবনের একটা গল্প বলতে চেয়েছে এই ছবিতে। যেটা একেবারেই আমাদের গল্প। পদ্মার পাড়ের মানুষের গল্প।’
‘পদ্মাপুরান’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন প্রমুখ।
নির্মাতা রাশিদ পলাশের হাতে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘প্রীতিলতা’। যার এখন পর্যন্ত ৩৫ ভাগ দৃশ্যধারণ শেষ। আগামী মাসের শেষের দিকে ছবির বাকি অংশের শুটিং হবে বলে জানান নির্মাতা।