বাংলা৭১নিউজ, শাহরিয়ার শাকির, শেরপুর প্রতিনিধি: শেরপুরে জেলা যুবদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে এবং কমিটিতে পদ না পেয়ে বৃহস্পতিবার দুপরে শহরে ঝাড়ু মিছিল, ও জেলা বিএনপি অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা। এসময় বর্তমান সভাপতি সফিকুল ইসলাম মাসুদ ও জেলা যুবদলের বেশ কয়েকজন নেতার দেয়া ফেস্টুনে ও বিল বোর্ডও ভাংচুর করা হয়।
জানাগেছে, গত ১ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি কর্তৃক জেলা বিএনপির মতামত না নিয়ে জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদকে সভাপতি এবং যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান আতাকে সাধারণ সম্পাদক অপর যুগ্ম-আহ্বায়ক জিতেন্দ্র কুমার মজুমদারকে সিনিয়র সহসভাপতি, মাহফুজুর রহমানকে সিনিয়র যুগ্ম-সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান রুপমকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্যের একটি কমিটি অনুমোদন দেয়া হয়। এরপর থেকেই পদবঞ্চিত নেতা ও জেলা ছাত্রদলের সভাপতি কারাবরণকারী নেতা আবু রায়হান রুপমকে সভাপতি বা সাধারণ সম্পাদক না করায় তার সমর্থক ছাতদলের সিনিয়র নেতারা ক্ষুব্ধ হয়ে উঠে।
এদিকে এরই প্রতিবাদে আজ ৭ জুন দুপুরে জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের বাসায় যুবদলের বিক্ষুদ্ধ একটি অংশ সংবাদ সম্মেলন করেন। এসময় তারা লিখিত ও মৌখিক বক্তব্যে জানায়, অনতিবিলম্বে আওয়ামী লীগের সাথে আতাতকারী বিতর্কিত ও কেন্দ্রর পকেট কমিটি’র সভাপতি-সম্পাদককে বাদ দিয়ে জেলা ছাত্রদলের সভাপতি রাজপথের লড়াকু সৈনিক আবু রায়হান রূপনকে সভাপতি করে দলের দুর্দিনের ও ত্যাগী নেতাদের দিয়ে নতুন কমিটি গঠন করতে হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ও শহর বিএনপি নেতা পৌরসভার কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, সাবেক যুগ্ম-আহ্বায়ক আক্রামুজ্জামান রাহাত, বর্তমান সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রূপন ও রহুল আমীন প্রমূখ।
পরে বর্তমান কমিটি বাতিলের দাবীতে শহরে ঝাড়ু মিছিল বের করে শহর প্রদক্ষিণ শেষে রঘুনাথবাজারস্থ জেলা বিএনপি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়া হয়। একই সাথে কার্যালয়ের সামনে টানানো নতুন সভাপতি’র ব্যানার-ফেস্টুন ভেঙ্গে ও ছিড়ে ফেলা হয়।
বাংলা৭১নিউজ/জেএস