বাংলা৭১নিউজ, ডেস্ক: অলিম্পিকে নারীদের তিন মিটার স্প্রিংবোর্ডে সিলভার জেতার উচ্ছ্বাস তখনো কাটেনি চীনের ডাইভার হি জি’র। খানিকক্ষণ পরই তিনি তার সামনে হাটু গাড়া ভঙ্গিতে পেলেন প্রেমিক কিনকে। যিনিও তার ইভেন্টে জিতে এসেছেন ব্রোঞ্জ।
পুরো বিশ্বের সামনেই জি’র দিকে আংটি বাড়িয়ে কিন বলে উঠলেন, ‘তুমি কি আমায় বিয়ে করবে?’ এতো আনন্দ কোথায় রাখবেন জি?
উচ্ছ্বাসে জড়িয়ে ধরেন ‘পাগলপ্রেমিক’কে, ‘বলে কী বালক? কেন নয়?’ জি-কিনদের এই প্রণয়কে পরিণয়ে রূপ দেওয়ার প্রস্তাবের মুহূর্তটা তাদের সিলভার-ব্রোঞ্জ জেতার গল্পকেও যেন আড়াল করে দিলো অলিম্পিকের আসরে।
জি বলেন, ‘আমরা ছয় বছর ধরে প্রেম করে আসছি, আজকের এ ঘটনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সে আমাকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আমাকে যে বিষয়টি স্পর্শ করেছে, বিশ্বাস। বাকি জীবনটা আমি তাকে বিশ্বাস করতে পারি।’
পুরো ক্রীড়া সংবাদমাধ্যমে এখন পদকজয়ের খবরের পাশাপাশি ছড়িয়ে পড়েছে জি-কিনের এই বিয়ের প্রস্তাবের খবর। ছড়াবে নাইবা কেন? কোটি দর্শকের সামনে এমন প্রস্তাব গুনে গুনে ক’জনই দেওয়ার সাহস করেছে?
বাংলা৭১নিউজ/সিএইস