চট্টগ্রামের পতেঙ্গায় লরি থেকে পড়ে যাওয়া কনটেইনারের নিচে চাপা পড়ে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার (১০ মে) দুপুর পৌনে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের মোভিলাইজিং অফিসার কফিল উদ্দিন জানান, চলন্ত লরি থেকে একটি কনটেইনার রাস্তায় পড়ে যায়। এসময় কনটেইনারের নিচে চাপা পড়ে যাত্রীসহ একটি রিকশা। এতে দুইজন নিহত হয়েছেন। এছাড়া একজন পথচারী আহত হন।
তিনি আরও জানান, এখনো মারা যাওয়া দুই জন এবং আহতের নাম পরিচয় জানা যায়নি।
বাংলা৭১নিউজ/এসএইচ