বাংলা৭১নিউজ, এম.নাজিম উদ্দিন, পটুয়াখালী প্রতিনিধি: সংসদীয় আসন পটুয়াখালী-৪ এর বিএনপির দলীয় প্রার্থী এবিএম মোশারফ হোসেনকে সম্বর্ধনা দিতে আসা দলীয় নেতা-কর্মীদের পথে পথে পুলিশ বাধাদানের অভিযোগ পাওয়া গিয়েছে। যানবাহন আটকে দিয়ে এসব নেতাকর্মীদের বাধা দেয়ার অভিযোগ করা হয়েছে। অপরদিকে মহিপুর থানা পুলিশ বলছে নির্বাচনী আচরন বিধি লংঘনসহ যানবাহনের কাগজপত্র না থাকায় তারা আইনের প্রয়োগ করছেন মাত্র।
মহিপুর থানা ও কুয়াকাটা বিএনপি’র নেতা-কর্মীরা অভিযোগ করেন, মঙ্গলবার সকালে নির্বাচনী এলাকায় আসছেন এবিএম মোশারফ হোসেন। এদিনই তিনি মনোনায়নপত্র দাখিল করবেন। এবিএম মোশারফ হোসেনকে সম্বর্ধনাসহ মনোনায়নপত্র দাখিলের জন্য মহিপুর থানা, কুয়াকাটা পৌর বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের দলীয় নেতা-কর্মীরা যাত্রীবাহী বাস, মাহেন্দ্র এবং রেন্ট মোটরসাইকেল করে কলাপাড়া আসতে থাকেন। কিন্তু মহিপুর থানা পুলিশ এসব পরিবহন গাড়ী রুটিন চেক আপের নামে পথে পথে আটকে দেয়। যাত্রীবাহী এসব পরিবহন থেকে বিএনপির নেতাকর্মীসহ সাধারন মানুষকে নামিয়ে দিয়ে অনেক সময় গাড়ী আটকে রাখে। এতে ভোগান্তিতে পরে প্রয়োজনীয় কাজে চলাচলকারী সাধারন মানুষ। অনেক দলীয় নেতাকর্মী পায়ে হেটেই কলাপাড়া চলে আসেন।
এবিষয়ে জানতে চাইলে কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও দলীয় মনোনায়ন প্রাপ্ত এবিএম মোশারফ হোসেন বলেন, দলীয় নেতা-কর্মীদের পথে পথে বাধাদানের মাধ্যমে পুলিশ দলীয় নেতাকর্মীর ভূমিকায় অবতীর্ন হয়েছে।
মহিপুর থানার এসআই হাফিজুর রহমান জানান, অতিরিক্ত যাত্রী পরিবহন, হেলমেটসহ মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় গাড়ী আটকে দেয়া হচ্ছে। এটি রুটিন চেক আপ।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, নির্বাচনী কমিশন থেকে নির্বচনী আচরন বিধির যে নির্দেশনা দেয়া হয়েছে তা পালন করা হচ্ছে। কোন দলকে হয়রানি করা আমাদের উদ্দেশ্য নয়।
বাংলা৭১নিউজ/জেএস