বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালের স্টোর কিপার হারুন আর রশিদ কর্তৃক ওষুধ চুরির ঘটনায় হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোঃ আবদুল মতিনকে প্রধান করে পাঁচ সদস্য বিশিস্ট একটি তদন্ত কমিটি গঠন।
জানাগেছে, বৃহষ্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় ২৫০ শয্যা বিশিস্ট পটুয়াখালীতে হাসপাতালে দায়িত্ব পালনকালে স্টোর কিপার হারুন অর রশিদ স্টোর থেকে কার্টুন ভর্তি মূল্যবান আল্ট্রাফাইন এন্টিবায়োটিক ইনজেকশন চুরি করে নিয়ে যাওয়ার সময় হাসপাতালের স্টাফ এমএলএসএস মোঃ জাফর হাতেনাতে ধরে ফেলে।
এ সময় স্টোর কিপার হারুন জাফরকে মারধর করে দ্রুত পালিয়ে যায়। জাফর জানায়, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আবদুর রহিম এর নির্দেশ অনুযায়ী স্টোর রুমের দরজায় নতুন করে তালা লাগাতে গেলে, তার কাছে ওষুধ চুরির ঘটনা ধরা পরে।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের কয়েকজন স্টাফ অভিযোগ করেন, স্টোর থেকে ইতিপূর্বে আরও দুইবার ওষুধ চুরির ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি।
এ ব্যাপারে তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আবদুর রহিম জানান, বেশ কিছুদিন ধরে স্টোর থেকে মূল্যবান ওষুধ চুরির হওয়ার অভিযোগ পেয়ে ১৯ মে শনিবার ওষুধের স্টোর ইনভেস্টিগেশন করার দিন ধার্য্য করে এমএলএসএস জাফরকে দিয়ে স্টোর রুমে নতুন তালা লাগানোর নির্দেশ দেয়া হয়। জাফর তালা লাগাতে গেলে ফের ওষুধ চুরির ঘটনা ধরা পরে।
এ ঘটনার তদন্তের জন্য হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোঃ আবদুল মতিনকে প্রধান করে পাঁচ সদস্য বিশিস্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি সাত দিনের মধ্যে রিপোর্ট দেয়ার জন্য বলা হয়েছে। রিপোর্ট চুরির ঘটনা প্রমানিত হলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত স্টোর কিপার হারুন অর রশিদ পলাতক রয়েছে বলেও তত্ত্বাবধায়ক জানান।
বাংলা৭১নিউজ/জেএস