বাংলা৭১নিউজ, এম.নাজিম উদ্দিন, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী প্রেসক্লাব এর ২০১৮-২০১৯ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচনে দৈনিক সংবাদ’র প্রতিনিধি স্বপন ব্যানার্জী সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি মুফতী সালাহউদ্দিন সাধারণ সম্পাদক এবং দৈনিক মানবজমিন প্রতিনিধি জালাল উদ্দিন আহমেদ যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হচ্ছেন, সহ-সভাপতি কেএম এনায়েত হোসেন (সম্পাদক, দৈনিক রূপান্তর), অর্থ-বিষয়ক সম্পাদক শংকর লাল দাস (দৈনিক প্রথম আলো) এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা হচ্ছেন, মো. সোহরাব হোসেন (ডেইলী স্টার), মো. জাকারিয়া হৃদয় (যমুনা টিভি), মো. এনায়েতুর রহমান (চ্যানেল আই), মো. মোখলেছুর রহমান (দৈনিক জনকণ্ঠ), বিলাস দাস (দৈনিক যুগান্তর) ও আব্দুস সালাম আরিফ (বৈশাখী টিভি)। বুধবার সন্ধ্যা ৭টায় প্রেসক্লাবের ২০১৯ কার্যকালের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার মো. শাহ জালাল খান নির্বাচিতদের নাম ঘোষণা করেন। এ সময় অন্যান্য নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম ও মো. হাফিজুর রহমানসহ প্রেসক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস