বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। আগামী ০১ বছরের জন্য হাসান সিকদারকে সভাপতি ও ওমর ফারুক মোঃ ইকবাল হোসেন ভুইয়াকে সাধারন সাম্পাদক করে জেলার নতুন কমিটি ঘোষনা করা হয়। বুধবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে, নতুন কমিটি ঘোষনা পর থেকে নেতাকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। নতুন কমিটি অনুমোদন দেওয়াকে কেন্দ্র করে গ্রাম-গঞ্জ, পাড়া মহল্লায় চলছে মিষ্টি বিতরন। উল্লেখ্য, গত ২৪ জুলাই জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের ২দিন পরে নতুন কমিটি ঘোষনা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। ২০১৪ সালে নাসির উদ্দিন হাওলাদারকে সভাপতি ও রাশেদ খানকে সাধারন সম্পাদক করে কমিটি ঘোষনা দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। পূর্বের সেই কমিটিতে নব-নির্বাচিত সভাপতি হাসান শিকদার গনশিক্ষা বিষয়ক সম্পাদক ও সাধারন সম্পাদক ওমর ফারুক মোঃ ইকবাল হোসেন ভুইয়া সহ-সভাপতি পরে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। নতুন কমিটি ঘোষনা করায় জেলার সকল নেতাকর্মী ও সাধারন ছাত্রদের মধ্য আনন্দ বিরাজ করছে। গ্রামগঞ্জে, পাড়া মহল্লায় চলছে মিষ্টি বিতরন। তাদের এই নতুন দায়িত্ব পটুয়াখালী জেলা হবে মাদক মুক্ত, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত, সরকারের সেবা মানুষের দাড়গোড়ায় পৌছাতে, ডিজিটাল বাংলাদেশ গড়তে এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সকলে এবং তাদেরকে যারা মনোনীত করছেন তাদেরসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা বাসী।
বাংলা৭১নিউজ/জেএস