সোমবার, ০৬ মে ২০২৪, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ ছয় মাসে রাজস্ব আহরণ বেড়েছে ১৩.৯ শতাংশ: অর্থমন্ত্রী সোনার দাম আরও বাড়লো ব্যর্থতা ঝেড়ে বিশ্বকাপ রঙিন করার প্রত্যাশা জ্যোতির পালিয়ে বাংলাদেশে এলেন আরও ৮৮ বিজিপি সদস্য এবি ব্যাংক পিএলসি যশোরে স্মার্ট কার্ডে নারী উদ্যোক্তা ঋণ স্মরণে বঙ্গবন্ধু ঢাকায় আইওএম মহাপরিচালক অ্যামি পোপে তীব্র তাপপ্রবাহের পর হবিগঞ্জে ঝড়-শিলাবৃষ্টি গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ তাপপ্রবাহ এবারই শেষ নয়, প্রস্তুতি শুরুর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর হাওরের প্রায় শতভাগ বোরো ধান কাটা শেষ ২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, সময় লাগবে ২-৩ দিন যুক্তরাষ্ট্র থেকে দেশে দেশে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন বিমান বাহিনী প্রধান সরকার তৃণমূল মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে ক্র্যাবের মানববন্ধন উপজেলা নির্বাচনও বর্জন করুন: রিজভী গ্যাস পাচ্ছেন গোপালগঞ্জবাসী অপারেশনের নামে হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন সমাদ্দার আশ্রমকাণ্ডে দায় এড়াতে পারেন না মিল্টনের স্ত্রী

পটুয়াখালী জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৯১জন অনুপস্থিত

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৩৪১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, এম.নাজিম উদ্দিন,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জেলায় ৫৭টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার প্রথমদিন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলেও ২৩,৩২৭জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহন করেছে ২৩, ১৩৬জন, অনুপস্থিত রয়েছে ১৯১জন।
এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১৫,৮২৩জনের মধ্যে অংশগ্রহন করে ১৫,৭৫৯জন, অনুপস্থিত থাকে ৬৪জন। দাখিল ৫,৮৩৮জনের মধ্যে অংশ নেয় ৫,৭৫২জন, অনুপস্থিত রয়েছে ৮৬জন। এসএসসি ভোকেশনাল ১,৬৬৬ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১,৬২৫জন। অনুপস্থিত রয়েছে ৪১জন।
বৃহষ্পতিবার এসএসসিসহ সমমানের পরীক্ষায় কোন কেন্দ্রে কোন অপ্রতিকর ঘটনা ঘটে নাইবলে জেলা পরীক্ষা নিয়ন্ত্রন কক্ষের দায়িত্বরত সহকারী অফিসার মাকসুদ এ প্রতিনিধিকে জানান।
এসএসসি পরীক্ষায় সদর উপজেলায় ৭টি কেন্দ্রে ৩,২৮১ জনের মধ্যে অংশনেয় ৩,২৭৪জন, এসব কেন্দ্রে অনুপস্থিত রয়েছে ৭জন।
বাউফল উপজেলায় ৭টি কেন্দ্রে ৩,৯৮৯জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৩,৯৭১জন অনুপস্থিত ১৮জন। এ উপজেলায় পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে নেয়ার জন্য প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা।
Patuakhali Pic-1 (01.02.18)
বাংলাদেশে এই প্রথম কোন পাবলিক পরীক্ষার প্রতিটি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় নেয়া হয়। দশমিনায় ১টি কেন্দ্রে ১,০৫১জনে অংশ নেয় ১,০৪১জন অনুপস্থিত ১০জন। রাঙ্গাবালী উপজেলায় ১টি কেন্দ্রে ৬৭১জনের মধ্যে ৬৭৬জন পরীক্ষার্থীর শতভাগ অংশ গ্রহন করে। গলাচিপায় ৬টি কেন্দ্রে ৩,০৭১জনের মধ্যে অংশগ্রহন করে ৩,০৫৬জন, অনুপস্থিত সংখ্যা ১৫জন। কলাপাড়ায় ৪টি কেন্দ্রে ১,৮১৯জনের মধ্যে অংশ নেয় ১,৮১১জন অনুপস্থিত রয়েছে ৮জন। মির্জাগঞ্জে ২টি কেন্দ্রে ১,৯৯৮জনের মধ্যে অংশ নেয় ১,৯৯২জন অনুপস্থিত ৬জন। দুমকিতে ১টি কেন্দ্রে ৬,১৪জনের মধ্যে অংশ নেয় শতভাগ।
দাখিল পরীক্ষায় সদর উপজেলায় ২টি কেন্দ্রে ১,১৫৫জনের মধ্যে অংশ নেয় ১১৩৮জন অনুপস্থিত ১৭জন। গলাচিপায় ২টি কেন্দ্রে ৮০০জনের মধ্যে ৭৮৯জন অংশ নেয় অনুপস্থিত ১১জন। কলাপাড়ায় ২টি কেন্দ্রে ৭২৯ জনের মধ্যে ৭২৩জন অংশ নেয় অনুপস্থিত ৬জন। রাঙ্গাবালীতে ১টি কেন্দ্রে ৩৫০ জনের মধ্যে ৩৪৪জন অংশ নেয় অনুপস্থিত ৬জন। মির্জাগঞ্জে ২টি কেন্দ্রে ৩৫৮জনের মধ্যে ৩৩৯জন অংশ নেয় অনুপস্থিত থাকে ১৯জন। দুমকিতে ২টি কেন্দ্রে ৪১৪জনের মধ্যে ৪১৩জন অংশ নেয় অনুপস্থিত ১জন। বাউফলে ৫টি কেন্দ্রে ১,৫২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১,৫০৬জন অংশ নেয় অনুপস্থিত রয়েছে ২৩জন এবং দশমিনা উপজেলায় ১টি কেন্দ্রে ৫০৩জন পরীক্ষার্থীর মধ্যে ৫০০ জন অংশগ্রহন করে অনুপস্থিত রয়েছে ৩জন।
এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় সদর উপজেলায় ২টি কেন্দ্রে ৪৯৩জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮৭জন অংশ নেয় অনুপস্থিথ রয়েছে ৬জন। গলাচিপায় ২টি কেন্দ্রে ৩৩৯ জনের মধ্যে অংশ নেয় ৩৩৭জন অনুপস্থিত রয়েছে ২জন। রাঙ্গাবালীতে ১টি কেন্দ্রে ৪৬জনের মধ্যে ৪৫জন অংশ নেয় অনুপস্থিত থাবে ১জন। কলাপাড়ায় ১টি কেন্দ্রে ১৭৯ জনের সবাই অংশ নেয়। বাউফলে ২টি কেন্দ্র ১৬৯জনের মধ্যে ১৬৮জন অংশ নেয় ১জন অনুপস্থিত। মির্জাগঞ্জে ১টি কেন্দ্রে ১৭৪ জনে ১৭২জন অংশ নেয় অনুপস্থিত ২জন। দুমকিতে ১টি কেন্দ্রে ১২২জনে একজন অনুপস্থিত। দশমিনা উপজেলায় ১টি কেন্দ্রে ১৪৪জনের মধ্যে ১১৬জন অংশ গ্রহন করে ২৮জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com