বাংলা৭১নিউজ, এম.নাজিম উদ্দিন, পটুয়াখালী প্রতিনিধি: পায়রা সমুদ্র বন্দর বানিজ্য সম্ভাবনার নতুন দরজা’ এই শ্লোগানে দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে পটুয়াখালী ক্লাব মিলনায়তনে সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও পরিচালক খন্দকার ফরহাদুজ্জামান বাদল’র সঞ্চালনায় সাধারন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চেম্বারের সাবেক সভাপতি আঃ হক মিয়া, সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর সিকদার, চেম্বারের সাবেক সাবেক সিনিয়র পরিচালক শাহ জালাল খান, পরিচালক সাইদুর রহমান লেলিন, বিশিস্ট ব্যবসায়ী মোঃ নাসির উদ্দিন খান, মোঃ ইউসুফ আলী খান, প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, যুগ্ম সাধারন সম্পাদক জালাল আহমেদ প্রমুখ। সাধারণ সভায় পটুয়াখালী জেলার বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী প্রতিনিধিরা চেম্বার অব কমার্স এর বিভিন্ন কর্মমুখী দিক নিয়ে আলোচনা করেন। সন্ধ্যারাতে র্যাফেল ড্র অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস