বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: ঢাকা-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পক্ষিয়া নামক স্থানে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে স্বামী। এ ঘটনায় মটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়েছে। বিক্ষুদ্ধ জনতা আগুন দিয়ে বাসটি পুড়িয়ে দিয়েছে। বাসের চাকল ও হেলপার পলাতক রয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, বৃহস্পতিকার সকালে গ্রামীন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-০০৩৯) পক্ষিয়া বাজারে পেছন থেকে মটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মটরসাইকেল আরোহী রুবেল হোসেন (৩৫) মারা যায়। গুরুতর আহত অবস্থায় নিহত’র স্ত্রী শিমুল (২৩) পটুয়াখালী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। বাসটি ঢাকা থেকে তালতলী যাচ্ছিল।
শিমুল স্থানীয় দক্ষিন গেড়াখালী সরাকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাদের বাড়ি শহর সংলগ্ন টাউন জৈনকাঠী গ্রামে। স্ত্রীকে প্রতিদিনের মতো পৌছে দিতেই মোটর সাইকেলে বিদ্যালয়ের পথে যাচ্ছিলেন স্বামী-স্ত্রী। নিহত রুবেল হোসেন জৈনকাঠী গ্রামের আ. খালেক তালুকদারের ছেলে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দলসহ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ মর্গে প্রেরন করা হয়েছে। আসটি আটক করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস