বাংলা৭১নিউজ, এম.নাজিম উদ্দিন, পটুয়াখালী প্রতিনিধি:“যদি তুমি ভয় পাও-তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাড়াও-তবেই তুমি বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালী জেলা বিএনপিসহ সকল উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে পটুয়াখালীতে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী।
একই সাথে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবি করা হয়েছে। দোয়া মিলাদ ও অলোচনা সভার মধ্য দিয়ে জেলা বিএনপির সহ-সভাপতি মাকসুদ আহমেদ বায়েজীদ পান্না মিয়ার সভাপতিত্বে পটুয়াখালীর শের-ই বাংলা পাঠাগারে সকাল সাড়ে ১০টায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পটুয়াখালী জেলা বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক এড.ওয়াহিদ সরওয়ার কালাম,সদর উপজেলা বিএনপির সভাপতি এড.মজিবুর রহমান টোটন সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি জানান ।
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার বেলা ১১টায় উপজেলা বিএনপি কার্যালয়ে পৌর বিএনপি সাধারণ সম্পাদক কাউন্সিলর হুমায়ন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাউফল উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি মো. শাহজাদা মিয়া এবং বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: শাহজাহান মিয়া, উপজেলা যুবদলের সভাপতি হাসান মাহমুদ মঞ্জু এবং উপজেলা ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ আলী।
আলোচনা সভায় বক্তারা প্রতিহিংসার বিচারে বন্দি হওয়া গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতিক বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবি করেন। এসময় বক্তরা বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া আগামি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে না বলেও জানান। আলোচনা সভা শেষে উপজেলা বিএনপির নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালী নিয়ে রাস্তায় নামতে গেলে আইন-শৃঙ্খলার অবনতির আশংকায় পুলিশ র্যালীতে বাধা দেয় এবং দলীয় কার্যালয়ের মধ্যেই র্যালীটি সীমাবদ্ধ থাকে। পরে দোয়া মিলাদ শেষে কর্মসূচী শেষ করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস