বাংলা৭১নিউজ,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে কর্মকারদের ব্যবসায় চলছে আকাল। পটুয়াখালী জেলা শহরে ১৪/১৫ জন কর্মকারের জীবন চলছে মানবেতর।
নতুন বাজার আখড়াবড়ি সংলগ্ন কর্মকার গোপাল কর্মকার জানান, আমাদের এখন ডাল সময়, কোন কাজ নেই, কোনমতে স্ত্রী, তিন মেয়ে সংসার চালানো খুব কস্ট হচ্ছে। এই সময় খেজুর গাছ কাটার গাছকাটা দা, বাংলা, ঢেঁকির বেউরা, ধান কাটার জন্য কাঁচি, লাঙ্গলে ফলা বানানোর কাজ হতো, এখন এসব কাজ হচ্ছে না। খেজুর গাছ কাটা, জমি চাষাবাদে গরু দিয়ে চাষাবাদ, ধান কাটতে কাঁচির ব্যবহার নাই বললেই চলে। ফলে আমাদের ব্যবসায় ভাটা পরছে।
তিনি বলেন, কোরবানি মৌসুম ছাড়া আমাদের আর তেমন কোন ব্যবসা নাই। মাঝে মধ্যে গৃহস্থলি কাজের জন্য মানুষ বডি বানাতে আসে, এতে সংসার চলে না। বাপ দাদারা এই ব্যবসা করেছে, তাই আমিও এ ব্যবসা করে আসছি। যে অবস্থা হচ্ছে, এ ব্যবসা ছেড়ে দিয়ে অন্য ব্যবসার চিন্তা করলেও টাকার অভাবে তা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে খাই বা নাই খাই এ ব্যবসা আছি। তাই ভগবান যা করেন।
বাংলা৭১নিউজ/এমনউ