পটুয়াখালীর কলাপাড়ায় এক রাতে ৯টি দোকানে চুরি হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) ভোররাতে পৌর শহরের সদর রোড ও নতুন বাজারে এ ঘটনা ঘটে।
কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি ও সুবর্ণা বস্ত্রালয়ের সত্ত্বাধিকারী নাজমুল বলেন, আমার দোকানে ৮০ থেকে ৯০ হাজার টাকা ছিল। চোরেরা সব নিয়ে গেছে।
নান্নু ট্রেডার্সের মালিক নান্নু মিয়া বলেন, আমার দোকানে ৫০ থেকে ৬০ হাজার টাকা ছিল। তাল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে চোরেরা নিয়ে গেছে। তবে কোন মালামাল নিয়ে যায়নি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমদ বলেন, চোর চক্রকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। তবে কি পরিমাণ টাকা চুরি হয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাংলা৭১নিউজ/এসএইচ