বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালীর বড়বাইশদিয়া ইউনিয়নের ফেলাবুনিয়া বাজারে অগ্নিকান্ডে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। রবিবার দিবাগত গভীর রাতে রবিউল হাসানের ইলেকট্রনিকের দোকান থেকে আগুনের সুত্রপাত হয় বলে স্থানীদের সূত্রে জানা গেছে। এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্থরা।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, রবিবার রাত ১ টায় ফেলাবুনিয়া বাজারে আগুন লেগেছে এমন খবর শুনে স্থানীয় ব্যবসায়ীরা ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। কৃষিকাজে ব্যবহৃত পাওয়ার পাম্প দিয়ে ৪ ঘন্টা চেস্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ততক্ষনে ইলেকট্রনিকের ব্যবসায়ী রবিউল হাসান, প্লাষ্টিক ব্যবসায়ী হিমেল মাহমুদ, গার্মেন্টস ব্যবসায়ী আবু বকর, চাল ব্যাবসায়ী সালাউদ্দিন, মুদি মনোহরী ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙ্গাবালী উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন।
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার কাজী আলীম উল্লাহ জানান, ক্ষতিগ্রস্থদের তালিকা করে সরকারীভাবে সহায়তা প্রদান করা হবে।
বাংলা৭১নিউজ/জেএস