বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার ভোর ৫টার দিকে পটিয়ার কমল মুন্সিরহাট জল্লুর দীঘি পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাতকানিয়া উপজেলার শীলঘাটা গ্রামের মৃত রঞ্জন লাল বড়ুয়ার ছেলে সংঘদাশ বড়ুয়া (৭০) ও একই গ্রামের অমল বড়ুয়ার ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক উত্তম বড়ুয়া।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, ঢাকা থেকে কক্সবাজারগামী শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-১৭৫৩) ও সাতকানিয়া থেকে আসা পটিয়ামুখী একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক ও এক যাত্রী নিহত হন।
মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/আইএম