বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় পানিতে ডুবে ২২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের এয়াকুবদন্ডী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আলভী। সে ওই এলাকার নুরুুুল আবছারের ছেলে।
নিহত আলভীর বাবা নুরুুুল আবছার জানান, অন্যান্য দিনের মতই আলভী আজ সকালে পরিবারের অন্যদের সঙ্গে ছুটাছুটি করে উঠনে খেলাধুলা করছিল। এরই কোনো এক ফাঁকে সে পাশের পুকুরের দিকে চলে যায়। তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান দেখে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় চিকিৎসক আলভীকে মৃত ঘোষণা করেন।
বাংলা৭১নিউজ/এলএ.এফ