বাংলা৭১নিউজ,(পঞ্চগড়)প্রতিনিধিঃ উত্তরাঞ্চলের কৃষিপণ্য বাজারজাতকরণের স্বার্থে পঞ্চগড় থেকে ঢাকা পর্যন্ত পণ্য পরিবহনের ট্রেন চালু হতে যাচ্ছে আজ।
আজ শনিবার দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশন থেকে পণ্যবাহী ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে।
পঞ্চগড় রেলওয়ে স্টেশন মাস্টার মোশারফ হোসেন এ বিষয়ে গণমাধ্যমকে জানান, আন্তঃনগর ট্রেন যেসব স্টেশনে বিরতি দিত সেসব স্টেশনে বিরতি দিয়ে পণ্য তুলে নিয়ে গন্তব্যে পৌঁছে দেবে এটি। তবে কোনো যাত্রী নেয়া হবে না।
বাংলা৭১নিউজ/এসআর