বাংলা৭১নিউজ, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় সরিষার চাষ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। উপজেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পড়ে থাকা জমিতে সরিষার চাষ হচ্ছে।
চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় একশ হেক্টর জমিতে আমন ও বোরো ধানের মাঝে খালি পড়ে থাকা জমিতে শুরু হয়েছে সরিষা চাষ। রাজস্ব খাতের এবং কৃষক পর্যায়ে ডাল তেল প্রকল্পের অর্থায়নে বিভিন্ন জায়গায় স্থাপিত প্রদশর্নী এবং কৃষি বিভাগের দ্বারা কৃষকদের উদ্বুদ্ধ করন তৎপরতার মাধ্যমে আমন ধান আবাদের পর এই সব জমিতে শুরু হয়েছে সরিষা চাষ, এই সরিষা কেটে কৃষকরা সেই সব জমিতে কেউ বোরো ধান কেউ বা বাদাম আবার কেউ কেউ ভুট্টা আবাদ করবেন। সরিষা চাষে কৃষকদের বাড়তি লাভ হওয়ায় অনেক কৃষক এখন সরিষা চাষ করছেন।
ধান চাষ করে কৃষকরা ধানের নায্য মুল পায় না, তাই অনেক কৃষক ধান চাষ না করে সরিষা চাষের দিকে ঝুকে পড়েছেন। ধানের চেয়ে সরিষার বাজার মুল্য ভাল হওয়ায় অনেক কৃষক সরিষা চাষ করেছেন বলে জানা যায়। তাছাড়া কৃষকরা স্বল্প খরচে, স্বল্প সময়ে সরিষার চাষ করেছেন। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার আল মামুন অর রশিদ বলেন, চলতি মৌসুমে সরিষা চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে ৪৫০ হেক্টর, লক্ষমাত্রার চেয়ে ১৫০ হেক্টর জমিতে বেশি সরিষার চাষ হয়েছে। উপজেলার কৃষকরা নতুন ভাবে সরিষার চাষ শুরু করেছেন।
উপজেলা কৃষি বিভাগ প্রায় একশ কৃষককে মাঠ প্রদর্শনির মাধ্যমে বারি সরিষা ১৪ চাষে উদ্ভদ্ধ করেছে। তিনি আরো বলেন, বিদেশি আমদানী নির্ভর ভেজাল সয়াবিন তেল পরিহার করে, নিজেদের উৎপাদিত সরিষার তেল খাই এবং এই সরিষার চাষকে তরান্বিত করার মাধ্যমে বৈদিশিক মুদ্রার সাশ্রয় করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করে গড়ে তুলতে তিনি সরকারের পাশাপাশি কৃষকদের প্রতি আহবান জানান।
বাংলা৭১নিউজ/এসএস