বাংলা৭১নিউজ,বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় এবং ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে আজ রবিবার বোদা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চগড়ের বোদা উপজেলায় যৌতুক, বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ প্রতিরোধের লক্ষ্যে মেয়েদের সাইক্লিং ও ছেলেদের মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় উপজেলার ১০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩৫০জন ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করেন।পঞ্চগড় জোনের জোনাল ম্যানেজার মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠাণে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা মোঃ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোদা থানার এসআই এরশাদ ও ইএসডিও’র ফোকাল পারর্সন শাহ মোঃ আমিনুল হক। স্বাগত বক্তব্য রাখেন উক্ত কর্মসুচীর প্রোগ্রাম অফিসার মোঃ মামুন মাসুদ করিম। অনুষ্ঠানটি পরিচালনা করেন দেবীগঞ্জ এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ আবু বক্কর ছিদ্দিক।
ছেলেদের মিনি ম্যারাথন দৌড়ে ৫ জন ও মেয়েদের সাইক্লিং এ ৫ জনকে পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়াও উপস্থিত সকল ছেলে মেয়েদের মাঝে ক্যাপ ও টি-শার্ট বিতরণ করা হয়।
বাংলা৭১নিউজ/এসএম