পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ আলী (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের যুগিগছ এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত কৃষক মোহাম্মদ আলী ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে। পেশায় তিনি একজন কৃষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় কৃষক মোহাম্মদ আলী তার বাড়ির পাশে ফসলি জমিতে সেচ পাম্প দিয়ে পানি সেচ দেওয়ার সময় দুর্ঘটনাবশত বিদ্যুৎ সংযোগ লাইন ছিঁড়ে তার শরীরে উপর এসে পড়ে। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্টের শিকার হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যান৷ পরে পরিবারের লোকজন স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া জানান, এ ঘটনায় তেঁতুলিয়া মডেল থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এবি