দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়ছে। একই সঙ্গে পাল্লা দিয়ে কমছে তাপমাত্রা। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে, এদিন দ্রুতই দেখা মিলেছে সূর্যের।
মঙ্গলবার একই সময়ে এখানে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত কয়েকদিন ধরে এখানে তীব্র শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রা ওঠানামা করছে ১১-১২ ডিগ্রির ঘরে। মূলত হিমালয়ের নিকটবর্তী অঞ্চল হওয়ায় এখানে শীতের তীব্রতা বেশি। মাসের শেষের দিকে তাপমাত্রার আরও অবনতি হতে পারে।
বাংলা৭১নিউজ/এসএকে