♦চর জেগে ওঠায় বালু উত্তোলন করে বিক্রি করছে একটি কুচক্র মহল
বাংলা৭১নিউজ,তেতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জিয়াবাড়ি সরদার পাড়া এলাকায় আরিফ টি স্টেট নামে একটি চা বাগানর প্রায় ১০ একর জমি তালমা নদীতে তলিয়ে গিয়ে বালুর চর জেগে ওঠায় সেই চরের বালু উত্তোলন করে বিক্রি করছে একটি কুচক্র মহল।
ভেঙ্গে যাওয়া চা বাগানের জমি থেকে বালু উত্তোলনে বাধা প্রদান করায় বাগানের ম্যানেজার ও কর্মচারীদের বিভিন্ন হুমকি প্রদান করছে ওই কুচক্র মহলটি। তাদের ভয়ে আরিফ টি স্টেট এ কর্মরত চা বাগানের ম্যানেজার ও কর্মচারীরা আতংকে দিন কাটাচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, গত কয়েক বছর আগে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জিয়াবাড়ি সরদারপাড়া তালমা নদীর সংলগ্ন এলাকায় ৬৩ একর জমির উপর আরিফ টি স্টেট নামে ওই চা বাগানটি করা হয় পরে বিভিন্ন সময় নদীর ভাঙ্গনে ও বর্ষার মৌসুমে বাগানের প্রায় ১০ একর জমি তলিয়ে যায় ।
পরে সেই ভেঙ্গে যাওয়া নদীর মাঝে জমিতে বালুর চর জাগায় ওই এলাকার একটি কুচক্র মহল ক্ষমতার দাপট দেখিয়ে প্রকাশ্যে হুমকি দিয়ে বালুর চর থেকে বালু উত্তোলন করে বিক্রি করছে।
চা বাগানের কর্তৃপক্ষ জানায়, নিজ চা-বাগানের জমি থেকে বালু উত্তোলনের বাধা দিলে ওই এলাকার একটি কুচক্র মহলটি বাগানের ম্যানেজার ও কর্মচারীদের হুমকি প্রদান করছে। তাদের ভয়ে তারা বাগানে কাজ করতে ভয় পাচ্ছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
বাংলা৭১নিউজ/এবি