বাংলা৭১নিউজ, শাহরিয়ার শাকির, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে পঁচা ও বাসি গো-মাংস বিক্রির দায়ে এক মাংস ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজেস্ট্রিট রুবেল মাহমুদ এ আদালত পরিচালনা করেন। দ-প্রাপ্ত মো. ওয়েদ আলী (৪৫) উপজেলার তিনানী গ্রামের আইয়ুব আলীর ছেলে ও ওই বাজারের মাংস ব্যবসায়ী।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে উপজেলার তিনানী বাজারে ইউএনও ও নির্বাহী ম্যাজেস্ট্রিট রুবেল মামুদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান । এসময় আদালত ২০১১ সনের পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনের ১১ ধারায় পঁচা ও বাসি গো-মাংস বিক্রির দায়ে ওয়েদ আলীকে অভিযুক্ত করে পাঁচ হাজার টাকা জরিমানা ও প্রায় ১মণ গো-মাংস জব্দ করে জনস্মুখে মাটিতে পুঁতে রাখেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজেস্ট্রিট রুবেল মাহমুদ মাংস ব্যবসায়ীকে অর্থদ- প্রদানের সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
বাংলা৭১নিউজ/জেএস