আজ সকাল থেকে রাজধানীর নয়াপল্টনের মূল সড়ক ও পার্শ্ব রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এমন পরিস্থিতিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সড়কে যেতে পারছেন না নেতাকর্মীরা।
এতে রাস্তার নাইটিঙ্গেল মোড়ে বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন। মাঝেমধ্যে পুলিশ তাদেরকে ধাওয়া করলেও আবারো তারা জড়ো হচ্ছেন এবং বিক্ষোভ করছেন। নয়া পল্টনের পার্শ্ব রাস্তুাগুলোতেও তাদের সরব উপস্থিতি রয়েছে এবং ছোট ছোট মিছিল করছে।
এদিকে, গতকালের মতো আজকেও পুলিশের দখলে পুরো নয়া পল্টন এলাকা। নাইটেঙ্গেল ও ফকিরাপুল মোড়ে পুলিশের চেকপোস্ট বসিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে বিএনপির দলীয় কার্যালয়ের সড়কটি। পুরো এলাকাজুড়ে কড়া নিরাপত্তা অবস্থানে রয়েছে পুলিশ।
সকাল থেকেই পুলিশ পাহারায় রয়েছে নয়া পল্টন এলাকা। বিএনপির দলীয় কার্যালয় ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নয়া পল্টনের সড়কে প্রবেশমুখী গোলিগুলোতেও পুলিশের উপস্তিতি রয়েছে। এদিক দিয়ে কাউকেই প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তবে নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুল মোড় দিয়ে দু’একজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রবেশ করতে দেয়া হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, শুক্রবার ছুটির দিনের জন্য এমনিতেই পল্টনে মানুষজন কম। আর কাল যেহেতু বিএনপির সমাবেশের ঘোষণা রয়েছে; তাই নিরাপত্তার কারণেই আমরা এখানে কড়াকড়ি অবস্থানে রয়েছি।
এদিকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত কার্যালয়ে বিএনপির কোন নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়নি। সকাল থেকেই সুনসান পরিস্থিতি বিরাজ করছে।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের গেইটের দুই নিরাপত্তা কর্মী বলেন, গত বুধবার পুলিশের অভিযানের পর বিএনপির কেউ অফিসে আসেনি। কেউ আসবেন কিনা তার কোনো তথ্য তাদের কাছে নেই।
ওদিকে ফকিরাপুল মোড় থেকে নাইটিঙ্গেল পর্যন্ত পুরো সড়কজুড়ে সিসিটিভি লাগানো হচ্ছে।
বাংলা৭১নিউজ/কেকে