বাংলা৭১নিউজ, ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ন্যায় বিচার পেলে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও তাঁর প্রার্থিতা ফিরে পাবেন।’
আজ বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকেদের এসব কথা বলেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা প্রার্থিতা বাতিল করলেও বিএনপির অধিকাংশ প্রার্থী আপিলে ন্যায় বিচার পাওয়াকে আমরা বিজয় হিসেবে দেখছি। আমি নির্বাচন কমিশনকে আপিলে ন্যায় বিচার করায় ধন্যবাদ জানাই।’
বিএনপির মহাসচিব বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরপেক্ষতা নষ্ট করার জন্য প্রশাসন যুক্ত হচ্ছে । আমরা আবারও নির্বাচনের পরিবেশ তৈরি করতে গ্রেপ্তার বন্ধ করার জন্য কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।’
বিএনপির শীর্ষ এই নেতা আরো বলেন, ‘আগামী নির্বাচনে পরাজয়ের ভয়ে ভীত হয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বে-আইনিভাবে নির্বাচনকে প্রভাবিত করছে সরকার। গ্রেপ্তার না করার প্রতিশ্রুতি দিলেও এখনো বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।’ সূত্র: এনটিভি অনলাইন।
বাংলা৭১নিউজ/জেএস