ধানের ন্যায্যমূল্য পাচ্ছে বলেই কৃষকরা ধান উৎপাদনে আগ্রহী হচ্ছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
গতকাল সোমবার দুপুরে নওগাঁর পোরশা উপজেলায় ২০২০-২১ রবি মৌসুমে কৃষকের মধ্যে বিনামূল্যে সার, বীজ ও কৃষি প্রণোদোনা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।এ সময় মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর আহ্বান এক ইঞ্চি জমিও যাতে ফাঁকা না থাকে। এরই ধারাবাহিকতায় কৃষকের মাঝে ভুট্টা ও গমের বীজ বিতরণ করা হয়েছে।
যেহেতু আমরা গম, ভুট্টা বিদেশ থেকে আমদানি করে থাকি। তাই কৃষকেরা খালি জমি ফেলে না রেখে ধানের পাশাপাশি গম, ভুট্টা চাষ করে লাভবান হতে পারে এবং জাতীয়ভাবেও আমরা লাভবান হব।অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটোয়ারী, উপজেলা চেয়ারম্যান শাহ মঞ্জুর এ মোর্শেদ, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা ও উপজেলা কৃষি কর্মকর্তা মাহাফুজ আলম।
বাংলা৭১নিউজ/এএম