বাংলা৭১নিউজ, ডেস্ক: মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের প্রধান জেন্স স্টোলেনবার্গ বলেছেন, তুরস্ক বা আন্তর্জাতিক আকাশসীমায় অত্যাধুনিক গোয়েন্দা বিমান অ্যাওয়াক্স ব্যবহারের অনুমোদন দেয়া হবে।
ন্যাটোর আসন্ন শীর্ষ সম্মেলনে অ্যাওয়াক্স ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি। ইরাক এবং সিরিয়ায় দায়েশের বিরুদ্ধে কথিত লড়াইয়ে নিয়োজিত মার্কিন নেতৃত্বাধীন জোটকে অ্যাওয়াক্স থেকে তথ্য সরবরাহ করা হবে।
শুক্রবার পোল্যান্ডের রাজধানী ওয়ারশ’তে অনুষ্ঠেয় ন্যাটোর শীর্ষ সম্মেলনের কর্মসূচির রূপরেখা ঘোষণা করতে গিয়ে এ কথা জানান তিনি।
ন্যাটোর জোটের সামরিক কর্মকর্তারা বলেছেন, তুরস্ক বা আন্তর্জাতিক আকাশসীমায় অ্যাওয়াক্স বিমান ব্যবহার করা হলে তা দিয়ে ইরাক ও সিরিয়ার দায়েশ অধিকৃত অঞ্চলে আড়ি পাতা যাবে।
ন্যাটো সরাসরি দায়েশ বিরোধী লড়াইয়ে জড়িত নয়। তবে আমেরিকা, ফ্রান্স এবং ব্রিটেনের মতো ন্যাটোভুক্ত কয়েকটি দেশ দায়েশের বিরুদ্ধে বিমান হামলায় অংশগ্রহণ করছে। ২০১৪ সাল থেকে এ সব বিমান হামলা চালালেও তাতে দায়েশের কি ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে বিতর্ক রয়েছে।
এদিকে অ্যাওয়াক্সের মতো অত্যাধুনিক গোয়েন্দা বিমান দায়েশের বিরুদ্ধে ব্যবহারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন সামরিক বিশেষজ্ঞরা। এ ধরনের বিমান মোতায়েনের মধ্য দিয়ে কেবল রাশিয়ার সঙ্গে ন্যাটোর উত্তেজনাকেই আরো তুঙ্গে নিয়ে যাওয়া হবে বলে তারা মনে করছেন। সিরিয়া সরকারের আমন্ত্রণে গত সেপ্টেম্বর থেকে রুশ বিমান বাহিনী ওই এলাকায় সফল অভিযান পরিচালনা করছে।
বাংলা৭১নিউজ/সূত্র:পার্সটুডে