বাংলা৭১নিউজ, ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ দলটির তিন প্রার্থী আওয়ামী লীগের জন্য সংরক্ষিত নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রোববার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে হাসানুল হক ইনুর স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি দিয়ে যান দলের সহ-দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন।
নৌকা প্রতীকে জাসদের তিন প্রার্থী হলেন, কুষ্টিয়া-২ আসনে হাসানুল হক ইনু, ফেনী-১ শিরীন আখতার ও বগুড়া-৪ আসনে একেএম রেজাউল করিম তানসেন।
চিঠিতে বলা হয়, ১৪ দলীয় নির্বাচনী জোটের শরিক দল হিসেবে জাসদ ও ১৪ দলীয় নির্বাচনী জোট মনোনীত অভিন্ন প্রার্থীদের জন্য আওয়ামী লীগের সংরক্ষিত নির্বাচনী প্রতীক নৌকা জাসদের উপরোক্ত নেতাদেরকে বরাদ্দ দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়।
এ ছাড়া আরেক চিঠিতে ৩৭ প্রার্থীর নামের তালিকা দিয়ে, তাদের প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে বলে কমিশনকে অবহিত করেছে জাসদ। সূত্র: পরিবর্তন।
বাংলা৭১নিউজ/জেএস