বাংলা৭১নিউজ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশ (নাসিক) নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
আজ সকাল ১১টার দিকে রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড মিলনায়তনে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়।
এবার নির্বাচনে মেয়র পদে লড়ছেন সাতজন। তাদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন নৌকা প্রতীক। আর বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে ধানের শীষ প্রতীক দেয়া হয়েছে।
এছাড়া বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহবুবুর রহমানকে কোদাল, এলডিপির কামাল প্রধানকে ছাতা, ইসলামী শাসনতন্ত্রের মাসুম বিল্লাহকে হাত পাখা ও ইসলামী ঐক্যজোটের মুফতি ইজহারুল হককে মিনার প্রতীক দেয়া হয়েছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুয়ায়ী, আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ করা হবে।
নির্বাচনে এবার ২৭ ওয়ার্ডের ২৭টি আসনে ১৫৬ জন সাধারণ কাউন্সিলর পদে লড়বেন। এছাড়া নয়টি সংরক্ষিত মহিলা আসনে ৩৭ প্রার্থীকে প্রতীক দেয়া হবে।
বাংলা৭১নিউজ/সিএইস