বাংলা৭১নিউজ, হিলি প্রতিনিধি: আগামীতে নৌকা মার্কায় ভোট দিয়ে জয় লাভ করালে কাউকে মাটির রাস্তা দিয়ে হাটতে হবে না। গ্রামের প্রতিটি রাস্তা পাকা করন করা হবে।
শনিবার বিকেলে হিলির মংলা থেকে ঘাসুরিয়া পযর্ন্ত ৬০ লক্ষ টাকা ব্যায়ে ১ কিলোমিটার রাস্তা পাকা করন উদ্ধোবনী অনুষ্ঠানে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক উপরোক্ত কথা গুলো বলেন।তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার কথা নয় উন্নয়নে বিশ্বাসি।
আমরা দল মত নির্বিশেষে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি।বিদুৎ এর জন্য কাউকে একটি টাকাও ঘুষ দিতে হয়নি।এ উপজেলাকে শত ভাগ বিদুৎতায়ন করা হয়েছে। আপনারা দল মত নিবিশেষে এ সরকারের হাতকে শক্তিশালি করুন। আমি আপনাদের পাশে থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।
খট্রামাধবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে রাস্তা উদ্ভোধনী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়াসীলীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী, সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন, মেয়র জামিল হোসেন চলন্ত, পৌর আ: লীগের সাধারন সম্পাদক হারুনুর রশীদ, প্রতাব মল্লিক, শাহিনুর রেজা প্রমুখ।
বাংলা৭১নিউজ/জেএস