শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি গ্রেফতার ডুমুরিয়ায় অস্তিত্ব সংকটে ৭ নদী জাপানে শক্তিশালী ৬.৫ মাত্রার ভূমিকম্প রাস্তা পারাপারের সময় দ্রুত গতির বাসচাপায় নারী নিহত রোববার থেকে ফের তিনদিনের হিট অ্যালার্ট জারি হতে পারে দাবদাহে ঢাকায় উৎপাদনশীল খাতে বছরে ক্ষতি ২৭০০ কোটি ডলার ঘুমন্ত হেলপারকে পুড়িয়ে হত্যা: একজনের দায় স্বীকার, দুজনের রিমান্ড ভারতীয় মসলায় ক্যানসারের উপাদান: তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র দেশে আলাদা ফরেনসিক বিশ্ববিদ্যালয় এখন সময়ের দাবি : সিআইডি প্রধান গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পাচ্ছে ২৯ প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান প্রাণিসম্পদ মন্ত্রীর চট্টগ্রামে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক ৩ মাসে গ্রামীণফোনের আয় ৩৯৩২ কোটি টাকা, গ্রাহক বেড়েছে ১০ লাখ পাঁচদিনে সোনার দাম কমলো ৬৪৯৭ টাকা প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান প্রতিমন্ত্রীর ঢাকায় দিনে-দুপুরে জুয়েলারি ব্যবসায়ীর সর্বস্ব লুট বনানীতে যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন হাসপাতালে ডাক্তার না থাকায় অনেককে শোকজ করা হয়েছে বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু ভুয়া তথ্য ছড়িয়ে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের প্রভাবিত করতেন তারা

নৌকায় ভোট দিন,উন্নয়ন নিন-সাবেক এমপি চয়ন ইসলাম

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৪৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, শামছুর রহমান শিশির,সিরাজগঞ্জ প্রতিনিধি: সাবেক এমপি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, বাঙালি সাংস্কৃতিক জোট সভাপতি চয়ন ইসলাম বলেছেন,’মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ইতিমধ্যেই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী’র আমলেই খেলাধুলায় অভূতপূর্ব অর্জন ও সাফল্য অর্জিত হয়েছে।

পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন পর্যায়ে নারীরা পুরুষের সাথে সমতালে এগিয়ে চলেছে যা মাননীয় প্রধানমন্ত্রী’র অবদান। তাই দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিতে আপনারা আগামীতে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা’কে রাষ্ট্র ক্ষমতায় বসাবেন বলে আমরা বিশ্বাস করি। নৌকায় ভোট দিন, উন্নয়ন নিন।’ জননেতা চয়ন ইসলাম আরও বলেছেন,’বিগত সময়ে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, নির্বাচিত হলে আমি শাহজাদপুরের যমুনা নদী তীরবর্তী ৪ টি ভাঙ্গণ কবলিত ইউনিয়নের জনসাধারণকে যমুনার কড়াল গ্রাস থেকে রক্ষা করবো।

এমপি থাকাকালীন পৌণে দু’শ কোটি টাকা ব্যায়ে যমুনা নদী তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করে ৪টি ইউনিয়নের জনগণকে ভাঙ্গণ থেকে রক্ষা করে আমি আমার দেয়া প্রতিশ্রুতি রেখেছি। আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন পেলে আপনাদের ভোটে পুনরায় এমপি নির্বাচিত হয়ে দুর্গম প্রত্যন্তপল্লী ভেন্নাগাছিসহ এলাকার রাস্তাঘাট, স্কুল কলেজসহ সকল খাতেই প্রত্যাশিত উন্নয়ন করবো, ইনশাআল্লাহ্।’

আজ (রোববার) বিকেলে শাহজাদপুরের বেলতৈল ইউনিয়নের দুর্গম প্রত্যন্ত অঞ্চল ভেন্নাগাছি গ্রামে বেলতৈল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আয়োজিত উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যদানকালে উপরোক্ত কথাগুলো বলেছেন সাবেক এমপি জননেতা চয়ন ইসলাম।

স্থানীয় আ.লীগ নেতা আলহাজ আবু তালেব প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই উঠোন বৈঠকে বর্তমান সরকারের বহুমূখী উন্নয়নের চিত্র তুলে ধরে আগামী জাতীয় নির্বাচনে জননেতা চয়ন ইসলামকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়ার জোরালো দাবী জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, বাংলাদেশ আওয়ামী যুবলীগ শাহজাদপুর থানা শাখার সভাপতি ইউনুস আলী, বেলতৈল ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লোটাস, সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক সরকার মোহাম্মদ আলী, কৈজুরী ইউনিয়ন আ.লীগ সভাপতি হারুনর রশীদ হারুন, সাংবাদিক মামুন বিশ্বাস, প্রভাষক সাহেব আলী, বেলতৈল ইউনিয়ন যুবলীগ সভাপতি আজিজুর রহমান বিদ্যুত, সেক্রেটারি মানিক মিয়া, ছানোয়ার হোসেন, বেলতৈল ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আশানূর ইসলাম প্রমূখ। ওই উঠোন বৈঠকে শতশত নারী পুরুষসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অপরদিকে, এদিন দুপুরে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে (শেলাচাপড়ি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেখানে নবনির্মিত ওয়ার্ড আ.লীগের দলীয় কার্যলয়ের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন জননেতা চয়ন ইসলাম। পরে ওয়ার্ড আ.লীগ নেতা রহম আলী সরকারের সভাপতিত্বে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায়ও প্রধান অতিথি’র বক্তব্য দেন জননেতা চয়ন ইসলাম। সরকারের উন্নয়নের বর্ণনা ও জননেতা চয়ন ইসলামকে নৌকা প্রতীকে মনোনয়ন দেবার দাবী জানিয়ে এ সভায় অন্যানের মধ্যে উপজেলা যুবলীগ সভাপতি ইউনুস আলী, বঙ্গবন্ধু অাইনজীবী পরিষদের সদস্য এ্যাড. হাবিব, রূপবাটি ইউনিয়ন যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিজান, যবলীগ নেতা এনামুল হক হিরা, সালাম ফকির, মোফাজ্জল হোসেন প্রমূখ।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com