বাংলা৭১নিউজ, ঢাকা: চাঁদপুর-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান।
মঙ্গলবার রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তার নামে মনোনয়নের চিঠি পাঠানো হয়।
এর আগে, চাঁদপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয় বর্তমান সংসদ সদস্য ড. শামসুল হক ভূঁইয়াকে।
ফারমার্স ব্যাংকে তার ৬০ কোটি টাকার ওপরে খেলাপি ঋণ থাকায় তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন না।
মঙ্গলবার আপিল বিভাগের চেম্বারজজ আদালতে তার প্রার্থিতা আটকে যায়।
২
উল্লেখ্য, জাতীয় প্রেসক্লাবের ২০১৭-২০১৮ মেয়াদের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হন শফিকুর রহমান। সূত্র: জাগোনিউজ।
বাংলা৭১নিউজ/জেএস