বাংলা৭১নিউজ, ঢাকা: নির্বাচন সুষ্ঠু হলে নৌকার বিজয় হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।
তিনি বলেন, ‘সকাল থেকে নির্বাচন সুষ্ঠু হচ্ছে। শেষ পর্যন্ত এ অবস্থা থাকলে নৌকার বিজয় হবে। বিজয় হবে জনতার।’
আজ সকালে দেওভোগ শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে এ মন্তব্য করেন আইভী।
‘আওয়ামী লীগের একজন ব্যক্তির নেতা-কর্মীরা আপনার পক্ষে কাজ করেনি এবং তারা ভোট দিচ্ছে না বলে জানা যায়’, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইভি বলেন, ‘বিষয়টি সঠিক নয়। দেখুন, ইলেকশনের আগে অনেক গুজবই থাকে। আজকে বাস্তবতা দেখা যাবে। আর একজন ব্যক্তিকে সবাই পছন্দ করবে এমন কোনো কথা নেই।’
বিগত নির্বাচনগুলোতে দুপুর পর্যন্ত ঠিক থাকে। কিন্তু তারপর থেক বিশৃঙ্খলা দেখা দেয়। এমন আশঙ্কা রয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং তাদের এ তৎপরতা যেন ভোট শেষ হওয়া পর্যন্ত থাকে। তাহলে নির্বাচনে বিশৃঙ্খলা হওয়ার কোনো কারণ নেই।’
বাংলা৭১নিউজ/এম